বাংলাপ্রেস অনলাইন: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন-শূন্য টেবিলে আলোচনা নয়, নির্বাচন ইস্যুতে বিএনপির দাবিগুলো নিয়েই আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হতে পারে। তিনি আরো বলেন, ‘সাদা দেখালেও সরকারের মন সাদা নয়, কিছুটা অফ হোয়াইট টাইপের মন। স্বচ্ছ মন নিয়ে আমাদের সঙ্গে আলোচনাতে আসুন। আমার মনে হয় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
শনিবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, অফ হোয়াইট মন নিয়ে নয়, সাদা মন নিয়ে আওয়ামী লীগ আলোচনায় বসলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। রুহুল কবির রিজভী বলেন,‘নির্বাচনে বিএনপির সুষ্ঠু দাবি আছে, সেগুলোকে তো বিবেচনায় নিতে হবে। আর এমনি শূন্য হাতে এবং টেবিলে তো আলোচনা হয় না। আলোচনার মধ্য দিয়ে তারপর একটা জায়গা আসবে, যে আমরা কোন জায়গায় এসে দাঁড়াবো।’
’
বাংলাপ্রেস/আর এল