Home প্রবাস বৃষ্টির কারনে কানেকটিকাটে ঈদ বাজার বাতিল

বৃষ্টির কারনে কানেকটিকাটে ঈদ বাজার বাতিল

by bnbanglapress
A+A-
Reset

হার্টফোর্ড প্রতিনিধি: বৃষ্টির কারনে বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেষ্টার শহরে অনুষ্ঠিতব্য ঈদ বাজার ও সাংস্কৃতিক সন্ধ্যা। ওয়ালিংফোর্ড বেঙ্গল সেন্টেনিয়াল লায়ন্স ক্লাব আয়োজিত উক্ত ঈদ বাজার আজ শনিবার ম্যানচেস্টারের সেন্টার মেমোরিয়াল পার্ক (৬২৪ মেইন ষ্ট্রিট) অনুষ্ঠিত হবার কথা ছিলো।
প্রাকৃতিক দূর্যোগের ফলে ঈদ বাজার বাতিল হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ওয়ালিংফোর্ড বেঙ্গল সেন্টেনিয়াল লায়ন্স ক্লাব সভাপতি মোহাঃ মাসুদুর রহমান অপু ও ক্লাব সম্পাদক আশফাকুল তরফদার।পরবর্তী তারিখ নির্ধানের পর খুব শিগগির সকলকে জানানো হবে হবে তারা উল্লেখ করেন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ৮৬০-৯৯৭-৯৭৬৮, ৮৬০-৭৯৬-১৮৫৩ ও ৮৬০-৭১৩-৮১৩৮

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী