Home Uncategorized নব-বধুকে শ্বশুরবাড়ী ঢুকানোর কথা বলে ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইউপি মেম্বার

নব-বধুকে শ্বশুরবাড়ী ঢুকানোর কথা বলে ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইউপি মেম্বার

by Dhaka Office
A+A-
Reset


প্রতীকী ছবি

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী নোটারী পাবলিক আদালতে বিবাহ বন্ধনে আবদ্ধ এক নব-বধুকে তার শ্বশুরবাড়ী ঢুকানোর কথা বলে প্রমোদ চন্দ্র রায় নামের এক ইউপি মেম্বার ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ মিলেছে। গতকাল রবিবার ওই বধুর ভাই রিপন চন্দ্র মোহন্ত এই অভিযোগ করেন। অভিযোগে বলা হয় গত ২০১৭ সালের ২৮ জুলাই রিপন মহন্তের বোন শ্রী বিপাশা রানী মোহন্ত (২১) কে পাশ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা উপজেলাস্থ দুবুলিয়া গ্রামের মন্টু চন্দ্র রায়ের ছেলে রানা কুমার রায় (৩০) ভালোবাসার বন্ধনে নীলফামারী নোটারী পাবলিক আদালতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

এরপর তারা সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে দীর্ঘদিন সংসার করতে থাকে। এক পর্যায়ে ওই বধু তার স্বামী রানাকে শ্বশুরবাড়ী উঠানোর চাপ দেয়। এরপর ওই বধুকে নিয়ে যাওয়া হয় খানসামার দুবুলিয়া গ্রামের এক বাড়িতে। সেখানে প্রায় ৮ দিন অবস্থান করার পরও শ্বশুরবাড়ী উঠাতে না চাইলে ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার প্রমোদ চন্দ্র রায়কে অবগত করা হয়। কিন্তু ওই মেম্বার জানান, ২ লাখ টাকা যৌতুক দিলেই বধুকে তার শ্বশুরবাড়ীতে ঢুকানো হবে। নব-বধুর ভাই রিপন চন্দ্র মোহন্ত বলেন, ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রমোদ চন্দ্র রায়ের দাবিকৃত টাকার মধ্যে নগদ ১ লাখ টাকা প্রদান করার পরও অবশিষ্ট আরো ১ লাখ টাকা দাবি করতে থাকেন। তিনি বলেন, ওই ইউনিয়নের শুধু মেম্বারই নন, ওই এলাকার মিজানুর রহমান নামের অপর এক ব্যক্তিও একই কথা বলে মোটা অংকের টাকা দাবি করে চলেছেন। তিনি বলেন, সৈয়দপুরে বসবাসকারী জসিম উদ্দিন নামের এক সাংবাদিক পরিচয় দান কারী প্রতারক ব্যক্তির কারনেই ওই মেম্বার তার বোনকে শ্বশুরবাড়ী ঢুকাচ্ছেন না এবং হাতিয়ে নেওয়া টাকাটাও ফেরৎ দিচ্ছেন না। তিনি আরো বলেন, সাংবাদিক পরিচয়দানকারী জসিম নামের ব্যক্তিটি সৈয়দপুরে বসবাস করে বিভিন্ন মানুষকে চাকুরী দেওয়ার কথা বলে

মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় নব-বধুকে শ্বশুরবাড়ী ঢুকানোর কথা বলে মোটা অংকের হাতিয়ে নেওয়া টাকা ফেরত না দিয়ে ওই সব প্রতারক ব্যক্তিদের মদদ দিয়ে চলেছেন। সেই সাথে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান। এ বিষয়ে জানতে চাইলে মেম্বার প্রমোদ চন্দ্র রায় নব-বধু বিপাশাকে তার শ্বশুরবাড়ী ঢুকানোর কথা বলে ১ লাখ টাকা নিয়েছেন বলে শিকার করেন। ওই টাকা নেওয়ার পর তিনি মিজানুর রহমান নামের এক ব্যক্তির দ্বারা ওই ইউনিয়নের চেয়ারম্যান আইনুল শাহ এর কাছে হস্তান্তর করেছেন বলে জানান তিনি। তবে চেয়ারম্যান আইনুল শাহ বলেন, ওই নব-বধুকে তার শ্বশুরবাড়ীতে ঢুকানোর প্রক্রিয়া চলছে। কিন্তু এ ব্যাপারে কোন টাকা নেওয়া হয়নি বলে তিনি সাংবাদিকদের জানান। এ নিয়ে নীলফামারী আদালতে একটি প্রতারনা মামলার প্রস্তুতি চলছে বলে অভিযোগকারী রিপন চন্দ্র মোহন্ত সাংবাদিকদের জানান।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী