বাংলাপ্রেস অনলাইন : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী অধিকৃত একটি শহরে রোববার অস্ত্র গুদামে প্রচ- শক্তিশালী বিস্ফোরণে ভবন ধসে অন্তত ৩৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। একটি মানবাধিকার সংস্থা একথা জানিয়েছে।
তুর্কি সীমান্তবর্তী প্রদেশ ইদলিবের সারমাদা থেকে এএফপি’র এক প্রতিনিধি বলেন, বিস্ফোরণে দুটি ভবন ধসে পড়েছে।তিনি আরো বলেন, উদ্ধারকর্মীরা ভবন দুটির ধ্বংসস্তুপ সরিয়ে আটকে পড়া মানুষদের বের করতে বুলডোজার ব্যবহার করছে।বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক সূত্র জানায়, উদ্ধারকর্মীরা ‘ধ্বংসস্তুপের ভেতর থেকে পাঁচ জনকে জীবিত উদ্ধার করেছে।’
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস এর প্রধান রামি আবদেল রহমান বলেন, ধ্বংসস্তুপের ভেতর থেকে অনেক লাশ উদ্ধার করা হয়েছে।রামি বলেন, ‘সারমাদার একটি আবাসিক ভবনের একটি অস্ত্র গুদামে বিস্ফোরণটি ঘটে। তবে এই বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো ‘কিছু জানা যায়নি।
তিনি বলেন, নিহতদের অধিকাংশই এইচটিএস যোদ্ধাদের পরিবারের সদস্য। এটা সিরিয়ার সাবেক আলকায়েদা সংশ্লিষ্ট জিহাদিদের নেতৃত্বাধীন একটি সংগঠন।
বাংলাপ্রেস /এফএস