Home প্রবাস নিউ ইয়র্কে বাংলা সংস্কৃতি বিকাশে কাজ করবে সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ

নিউ ইয়র্কে বাংলা সংস্কৃতি বিকাশে কাজ করবে সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ

by bnbanglapress
A+A-
Reset

নিউ ইয়র্ক প্রতিনিধি: প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে  সমষ্টিগতভাবে কাজ করবে সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ।যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্রমবর্ধমান বাঙালি জাতিগোষ্ঠির মধ্যে সাংস্কৃতিক-বন্ধন সুসংহত করার লক্ষ্যে সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ নামের একটি  সংগঠনের গঠিত হয়েছে।

গত শনিবার নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে এক সমাবেশে সংগঠনটি সম্পর্কে মামুনুল হক জানান প্রবাসের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের তাদের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে সজাগ রাখতে পারলে এতে দেশ ও প্রবাসের এক মেলবন্ধন রচনা হতে পারে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ যুক্তরাষ্ট্রের সভাপতি আব্দুল কাদের মিয়া।
আব্দুল কাদের মিয়া বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে সাধ্যমত সহযোগিতা করে যাবো। হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার হচ্ছে সংস্কৃতির বিকাশ। শুদ্ধ সংস্কৃতি চর্চা যত বাড়বে সামাজিক অস্থিরতাও দ্রুত হ্রাস পাবে। নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ এক আশাজাগানিয়া বলে তিনি উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। এতে অংশ নেন সংগঠনের শিল্পীরা ।সমাবেশে অন্যদের মধ্য বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক সেলিম ইব্রাহিম, মঞ্চ ও টিভি অভিনেত্রী শিরীন বকুল ও সঙ্গীতশিল্পী মুত্তালিব বিশ্বাস প্রমুখ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের শিল্পীরা।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী