বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ এক বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে করোনার সুরক্ষা ব্যবস্থাও সংস্কার করে ফেলা হবে। আর প্রাক প্রাথমিক বিদ্যালয় এই সময়ে খোলা হবে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে প্রাথমিকের দুই লাখ শিক্ষক টিকা নিয়েছেন। স্বাস্থ্য বিভাগকে শিক্ষকদের দ্রুত টিকা দেয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
দীপু মনি বলেন, যখনই স্কুল খুলবে তার ষাট কর্মদিবস পরে পরীক্ষা হবে। আর ১৭ মে’র আগেই বিশ্ববিদ্যালয়ের এক লাখ শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।