Home জীবনযাপন চাঁদ দেখা যায়নি : ২৯ মার্চ পালিত হবে শবেবরাত

চাঁদ দেখা যায়নি : ২৯ মার্চ পালিত হবে শবেবরাত

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: আজ রোববার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার।

মঙ্গলবার (১৬ মার্চ) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেব অনুযায়ী পবিত্র শবেবরাত পালিত হবে আগামী ২৯ মার্চ সোমবার।

আজ রোববার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)।

শবেবরাত পালিত হয় আরবি শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত)। হিসেব অনুযায়ী আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতে পালিত হবে শবেবরাতের রাত। বাংলাদেশে নির্বাহী আদেশে শবেবরাতে পরদিন সরকারি ছুটি। তাই এবার ছুটি পড়ছে ৩০ মার্চ (মঙ্গলবার)।

শাবান মাস শেষ হলেই শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। এ মাস শেষ হলে অনুষ্ঠিত হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী