Home জীবনযাপন হরতালের প্রভাব নিত্যপণ্যের বাজারে

হরতালের প্রভাব নিত্যপণ্যের বাজারে

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: হরতালের প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে। রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা দেশব্যাপী হরতালের কারণে রাজধানীর নিত্যপণ্যের বাজারে লাফিয়ে বেড়েছে দাম। বাজারে প্রতিটি তরকারি বিক্রি হচ্ছে ১৫ টাকা থেকে ২০ টাকা বেশি দামে। পাশাপাশি উর্ধ্বগতিতে থাকা মুরগির দামও বেড়েছে কেজিতে ২০ টাকা।

রোববার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজারসহ বেশ কয়েকটি বাজারে এমন চিত্র দেখা গেছে।

বাজারে সব রকম পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলেও বিক্রেতারা হরতালের প্রভাবে সরবরাহ কম থাকার অজুহাতে প্রতিটি পণ্যেরই বেশি দাম হাকাচ্ছেন। যার প্রভাবে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।

বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, পেঁয়াজ ৩৫-৪০ টাকায়, সজনে ৭০ টাকায়, পেঁপে ৪০ টাকায়, শসা ৬০ টাকায়, লাউ ৬০ টাকায়, আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়, টমেটো ৩০ টাকায়, গোল বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, করলা ৫০ টাকায়, কচুরমুখী ৮০ টাকায়, বরবটি ৫০ টাকায়, কাঁচামরিচ ৪০ টাকায়, পটল ৬০-৭০ টাকায়, কচুর লতি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী