বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় আট বছরের শিশু আসিফা বানুকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে চলছে প্রতিবাদ। এরই মধ্যে নতুন করে যোগ হলো সাত বছরের কন্যা শিশুকে ধর্ষণ করে খুন। নতুন এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যের এটা এলাকায়।
নতুন এ ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদ আরও ছড়িয়ে পড়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।
সাত বছরের ওই কন্যা শিশুকে নিয়ে তার বাব মা গিয়েছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে৷ আর ওই বিয়ের অনুষ্ঠানে ঘটে দুর্ঘটনা৷ কন্যার ওপর শারীরিক নির্যাতন চালানোর পর তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। ১৭ এপ্রিল মঙ্গলবার ওই সাত বছরের কন্যা শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। কাঠুয়ার পর আবারও একইভাবে শারীরিক নির্যাতন করে হত্যার এই মামলা সামনে আসার পরে ভারতজুড়ে প্রতিবাদ আরও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় অভিযুক্তের নাম সোনু৷ তার বয়স ১৮ বছর৷ গ্রেপ্তারের সময় ওই অভিযুক্ত যুবক নেশার ঘোরে মৃত শিশুর পাশে ঘুমাচ্ছিল৷
ঘটনার দিন রাত প্রায় দেড়টা পর্যন্ত বিয়ের আসর নিয়ে ব্যস্ত ছিলেন সবাই৷ ওই সময় মাইকে জোরে গান বাজছিল৷ আশেপাশে কেউ ছিল না৷ এমনকি মাইকের আওয়াজে আশপাশের কোনো আওয়াজও শোনা যাচ্ছিল না৷ তখনই অভিযুক্ত সোনু সুযোগ বুঝে ওই শিশুকন্যাকে তুলে নিয়ে যায়৷ একটি অর্ধনির্মিত ঘরে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর তার গলা কেটে দেয়৷
স্থানীয়রা জানান, ওই কন্যা শিশুকে খুঁজে না পাওয়ায় সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে৷ খুঁজতে খুঁজতে সবাই পৌঁছে যান ওই অর্ধনির্মিত ঘরে৷ সেখান থেকেই ৭ বছরের ওই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করা হয়৷