Home বাংলাদেশ বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা চলছে

বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা চলছে

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: স্বাস্থ্যবিধি মানার শর্তে কাল থেকে খুলছে দোকানপাট। দীর্ঘ দুই সপ্তাহ পর বেচাবিক্রির সুযোগে খুশি ব্যবসায়ীরা। বলছেন, এতে অন্তত কর্মচারীদের বেতন ভাতা দেয়া সম্ভব হবে। এদিকে, বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে সরকার।
দুই সপ্তাহ পরে মার্কেট খোলার প্রস্তুতি ব্যবসায়ীদের। চলছে ধোয়া মোছার কাজও। দোকানপাট, বিপনীবিতান খোলা রাখার সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। আর মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। স্বাস্থ্যবিধি শতভাগ মেনে ব্যবসায়া পরিচালনার আশ্বাস দিয়েছেন ব্যবাসায়ী নেতা ও শপিং মলগুলো।

এদিকে, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার সিদ্ধান্তের পরদিনই এলো গণপরিবহন চালুর বিষয়টি। ভার্চুয়ালি মত বিনিময়সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী বৃহস্পতিবার থেকে বাস-মিনিবাস চালুর চিন্তা করছে সরকার।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী