Home Uncategorized লক্ষ্মীপুরে বাস চালুর দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুরে বাস চালুর দাবিতে বিক্ষোভ

A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাস চালুসহ তিন দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহনশ্রমিকরা। দাবির বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণাও দেন তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (০২ মে) রোববার সকালে এই বিক্ষোভ করে জেলা বাস ও মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

সংগঠনটির নেতা-কর্মীরা জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে আদালত ভবনে গিয়ে সমাবেশে বসেন। সেখানে বক্তারা বলেন, পরিবহনশ্রমিকদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে বাস চালু করতে হবে। তা না হলে ৪ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

জনস্বার্থ বিবেচনায় শনিবারই ঈদের আগে গণপরিবহন চালু করার ইঙ্গিত দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শনিবার তার সরকারি বাসা থেকে নিয়মিত বিফ্রিংয়ে বলেছেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদের আগে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তাভাবনা করছে। আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী