Home Uncategorized তেঁতুলিয়ায় ৬টি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

তেঁতুলিয়ায় ৬টি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

A+A-
Reset

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়ায় একই দিনে ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান।

সোমবার (০৩ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় ছয়টির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। বিদ্যালয় ছয়টি হচ্ছে উপজেলার মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলা চন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঞ্জুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাটিয়াগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দলুয়া লতিফগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের বিদ্যালয় ছয়টির নির্মাণ কাজ বাস্তবায়ন করবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলূ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি মাসুদ করিম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা হাফিজ ঊদ্দিন, দেবনগর সাবেক ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোকবুলার রহমান ও সাধারন সম্পাদক এরশাদ হোসেন জুলফিকার, শাহ আজিজুর রহমান প্রধান শিক্ষক বাংলাচন্ডি, প্রমুখ। এছাড়াও ছয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী