ঝিনাইদহে চার মাসের শিশু আগুনে পুড়ে ছাই
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ বেতাই ভাদালিডাঙা গ্রামে সকাল ১১টার দিকে ইব্রাহীম এর বাড়িতেবৈদ্যৎতিক সটসার্কিটের মাধ্যমে ঘরে আগুন লেগে বাড়িসহ চাঁর মাসের অবুঝ শিশু
কন্যা তানিশা আগুনে পুড়ে ছায় হয়েছে বলে জানা গেছে।স্থানীয় ও বেতায় ক্যাম্পের
আইসি জানায় আজ সকাল ১১টার দিকে নিহত তানয়ার মা তার চাঁর মাসের শিশু কন্যাকে
ঘরে ঘুম পাড়িয়ে রেখে বাহিরে কাজ করেতে যায় কিছুক্ষন পরে ঘরে আগুনের ধোয়া দেখে
চিৎকার দিলে পাড়ার প্রতিবেশীরা এগিয়ে আসলেও শিশু কন্যা তানিশাকে বাচাতে
পারেনি। স্বজনেরা আরো জানান, ইব্রাহিমের দুই সন্তান। কোলের শিশুর এমন মৃত্যু
সত্যিই সহ্য করতে পারছি না । কিভাবে যে কি হয়ে গেলো…! একেতো ঘরবাড়ি পুড়েছে
এর উপর ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃত্যুর খবরটি নিশ্চিত করে
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি মো. মাসুম বিল্লাহ
বলেন, চার থেকে পাঁচ মাস বয়সী একটা মেয়ে বাচ্চা মারা গেছে। এসময় পরিবারটির পাশে
দাড়াতে বিত্তবানদের আহ্ববানও জানান তিনি।