Home কলাম সাংবাদিক খুন-হেনস্থায় বদলে যায় সাংবাদিক নেতাদের ভাগ্য!

সাংবাদিক খুন-হেনস্থায় বদলে যায় সাংবাদিক নেতাদের ভাগ্য!

by bnbanglapress
A+A-
Reset

ছাবেদ সাথী: ২০১২ সালের ফেব্রুয়ারিতে নিজেদের বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার আর মেহেরুন রুনি খুন হওয়ার পর সাগর-রুনির হত্যার বিচার চেয়ে তৎকালীন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ২০১৪ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে আবারও সোচ্চার সাংবাদিক নেতারা। সম্পাদক পরিষদ, এডিটরস গিল্ড, জাতীয় প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা, নাগরিক ও সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী, শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ নাগরিকেরা স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়িয়েছেন; সোচ্চার হয়েছেন ন্যায় প্রতিষ্ঠায়, অন্যায়ের প্রতিবাদে। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ করে এবার কার ভাগ্যে জুটবে সেই সরকারি আমলার চাকুরি?

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী