Home Uncategorized পঞ্চগড়ে সার ও কিটনাশকের তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ে সার ও কিটনাশকের তিন প্রতিষ্ঠানকে জরিমানা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়: পঞ্চগড়ে সার ও কিটনাশকের তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মূল্য তালিকা না টেনে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে তাদের এই জরিমনা আরোপ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফ হোসেন।

সোমবার (১৬ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজল দিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে অভিযান পরিচালনা করে মামা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ্‌ ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও ইত্যাদি ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমা আরোপ ও আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকার পাশাপাশি সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি সার, এমওপি সার ও ইউরিয়া সার বিক্রি করছিলো তারা।
খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমা আরোপ ও আদায় করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফ হোসেন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী