Home Uncategorized লক্ষ্মীপুরের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়

লক্ষ্মীপুরের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়

A+A-
Reset

লক্ষ্মীপুর প্রতিনিধি: মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠনিকভাবে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সহকারী কমিশনার (ভূমি) মো: মামুনুর রশীদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সারোয়ার জামান প্রমুখ।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সারোয়ার জামান জানান, উপজেলা মৎস্য কর্যালয়ের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি, প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক পুকুর ও খাল-বিলে সপ্তাহবাপী ৫৪১ কেজি কার্প জাতীয় রুই, কাতল, মৃগেল, কালি বাউসসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে।প্রথম দিনে সদর উপজেলার রামচন্দ্রপুর, করাতিরহাট, আঁধার মানিকসহ ১০ টি আশ্রয়ণ প্রকল্পের পুকুর ও উপজেলা পরিষদের পুকুরে ১৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী