Home আন্তর্জাতিক মোল্লা মোহাম্মদ হাসান তালেবানের সরকার প্রধান

মোল্লা মোহাম্মদ হাসান তালেবানের সরকার প্রধান

A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: নতুন সরকার প্রধানের নাম ঘোষণা করেছে তালেবান। নতুন সরকার প্রধান হচ্ছেন মোল্লাহ মোহাম্মদ হাসান আখুন্দ। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে তালেবানের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বরাদার উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

তালেবানের নতুন সরকারে বহুল আলোচিত মুখ প্রায় নেই বললেই চলে। এমনকি কোনো নারীকেও অন্তর্ভূক্ত করা হয়নি। সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তদারক করবেন গোষ্ঠীটির শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

নতুন সরকারের প্রধান মোল্লা হাসান তালেবানের প্রথম দফা শাসনামালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানি। আল-কায়েদার সঙ্গে সম্পর্কের কারণে হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।

নতুন সরকারে পররাষ্ট্র দপ্তর পেয়েছেন আমির খান মুত্তাকি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রয়েছেন মোল্লা ইয়াকুব, সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ, শিক্ষামন্ত্রণালয়ে শেইখ মাওলাউই নুরুল্লা মুনির, অর্থমন্ত্রণালয় পেয়েছেন মোহাম্মদ হানিফ।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী