Home Uncategorized ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

A+A-
Reset

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে পৌঁছালে ফিনল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: পিআইডি

বাংলাপ্রেস ডেস্ক: জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে পৌঁছেছেন। দেশটির রাজধানী হেলসিংকিতে ২ দিন যাত্রাবিরতি শেষে নিউইয়র্ক যাবেন তিনি। কিছুক্ষণ আগে হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহন করা বিমানের ভিভিআইপি ফ্লাইটটি।

এর আগে বাংলাদেশ সময় সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমানের ভিভিআইপি ফ্লাইটটি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে হেলসিংকি শাখা আওয়ামী লীগসহ প্রবাসী বাংলাদেশিরা। ১৯ সেপ্টেম্বর সেখান থেকে বিকাল ৪টায় প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর যোগ দিবেন জাতিসংঘ অধিবেশনে; ভাষণ দেবেন বাংলায়। পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, এবারের বক্তৃতায় ধনী-গরীব সব দেশের মানুষের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার তাগিদ দেবেন তিনি। তবে রোহিঙ্গা সংকট নিয়ে এবার কোনো প্রস্তাব দিচ্ছে না বাংলাদেশ। ১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী