Home বাংলাদেশ লক্ষ্মীপুরে ৭ ইউপি’র নির্বাচন ১১ নভেম্বর

লক্ষ্মীপুরে ৭ ইউপি’র নির্বাচন ১১ নভেম্বর

A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ৭ ইউনিয়নসহ ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর। বুধবার নির্বাচন ভবনে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ঘোষণা দেন।

লক্ষ্মীপুরের ৭টি ইউনিয়নের রামগতি উপজেলার চর গাজী, চর আলেকজান্ডার, চর আব্দুল্লাহ ও বড়খেরী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া কমলনগর উপজেলার চর লরেন্স, চর মাটিন ও চর কাদিরা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী