Home বিনোদন সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শ্রীলেখা

সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শ্রীলেখা

A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে সোচ্চার হলেন ঢালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়? প্রশ্ন তুললেন তিনি।

“ধর্ম…উপাসনার হাতিয়ার নাকি যুদ্ধের?”, ফেসবুকে একথা লেখেন শ্রীলেখা। অভিনেত্রী জানান, ভালাবাসাই তাঁর পরম ধর্ম। কোন ধর্মে মানুষকে খুন করার কথা বলা হয়? প্রশ্ন তোলেন শ্রীলেখা। এরপরই অভিনেত্রী বলেন, “ধর্মের ভিত্তিতে যুদ্ধ, ভেদাভেদের চেষ্টা চলতে থাকে। মানুষ যুদ্ধ চায়, শান্তি চায় না। এটা খুবই দুঃখের। হিন্দু মুসলমানকে মারুক কিংবা মুসলমান হিন্দুকে মারুক, আখেরে সাধারণ মানুষেরই মৃত্যু হচ্ছে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। “

“২০২১ সালেও মানুষ ধর্মের অজুহাত দিয়ে এই সমস্ত করে যাচ্ছে। এগুলো সত্যিই কষ্টের। মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়? কেন?” প্রশ্ন তোলেন শ্রীলেখা মিত্র। এর বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নেওয়া উচিত বলেই মনে করেন অভিনেত্রী।

উল্লেখ্য, শুক্রবার অর্থাৎ বিজয়া দশমীর দিন নোয়াখালি জেলার ইসকন মন্দিরে হামলা চালায় উন্মত্ত জনতা।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী