Home জীবনযাপন ক্যাবল টিভির সেট টপ বক্স লাগানোর নির্দেশ হাইকোর্টে স্থগিত

ক্যাবল টিভির সেট টপ বক্স লাগানোর নির্দেশ হাইকোর্টে স্থগিত

A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্কঃ ক্যাবল টিভির সেট টপ বক্স লাগানোর সরকারি নির্দেশ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার (২২ নভেম্বর) এই আদেশ দেন।

আদেশের বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে কেবল টিভির গ্রাহকদের টিভির সংগে সেট টপ বক্স লাগাতে হবে। এই সময়ের মধ্যে তা না লাগালে কেবল টিভি দেখতে সমস্যা হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী।

গত ৩১ অক্টোবর সচিবালয়ে এক অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো), চ্যানেল ডিস্ট্রিবিউটর ও কেবল অপারেটরগুলোর প্রতিনিধিদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এই তথ্য জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ক্যাবল টিভিতে সেট টপ বক্স লাগানোর সরকারি নির্দেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী