269
“মুখে মধু”
—– মুসলিমুর রহমান
বুকে বিষ মুখে মধু
এই কি জাতের বধু?
মুখে মধু বুকে বিষ
পিছু লাথি সামনে ঢিশ।
উপর সাদা ভিতর কালো
সেটা কি মানুষ হলো
দিনে রহিম রাতে রাম
এটা কি ধর্মের কাম।
লোক দেখানো দেশ প্রেম
কাজে কামে অন্য গেম
নিজে ভাল অন্য খারাপ
স্বার্থ সিদ্ধে হালাল সরাপ।
আমি রানী তুমি রাজা
আর সবে হুল প্রজা
আমি খাব গোশ রুটি
তুমি খাবে পচা পুটি।
আমার আমার সব আমার
কোন কিছু নাই তোমার
আমি শুধু রব বেচে
তুমি মরে যাও পচে।
হঠাও ন্যায় নীতির দাম
নিজে বা্ঁচলে বাপের নাম
কে কাদে কে হাসে
আমার কি যায় আসে।
একই অঙ্গে দৈত রুপ
বিশাল জংগা মাটির কূপ
তাইতো বলি ভাল হও
এসব তোমরা ছেড়ে দাও।
#
বাংলাপ্রেস/আর এল