আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সরকার ঘোষিত আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী হিসাবে আ’লীগের নৌকার মনোনয়ন পেলেন শিক্ষিকা জেবুন্নেছা আখতার জেবা। তিনি উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনয়নে আ’লীগের নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছে।
গত ২ ডিসেম্বর আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন কমিটির বোর্ড এবং দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত প্যাডে বোর্ডের সদস্যগণ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করেন। তিনি পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, পাশাপাশী উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।
অপরদিকে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এর স্ত্রী। মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি ইউনিয়নের মাহিগঞ্জ বাজার, নিমোজখানা বাজার সহ বিভিন্ন পাড়া, মহল্লায় ব্যপক প্রচার প্রচারণার পাশাপাশী সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তার প্রার্থীতার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় নেতা ও কর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। উপজেলার এই প্রথম একজন সৎ ও শিক্ষিত নারী চেয়ারম্যান প্রার্থী দলের মনোনয়ন পাওয়ায় সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে হেবীওয়েষ্ট প্রার্থী হিসাবে মনে জায়গা করে নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী শিক্ষিকা জেবুন্নেছা আখতার জেবা জানান, ১৯৮৯ সালে এসএসসি পাশ করে কলেজ জীবন থেকে মুজিব আদর্শের সৈনিক হিসেবে আ’লীগের রাজনীতির সাথে জড়িত হই। ২০১১সালে এমএ পাশ করে সংসার জীবনের পাশাপাশী জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দলীয় কার্যক্রম থেকে শুরু করে এলাকার সামাজিক সাংস্কৃতি, ক্রীড়াসহ উন্নয়ন মূলক কার্যক্রমে নিজেকে জড়িয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলকে সংগঠিত করে চলেছি। প্রিয় নেত্রী আমাকে মনোনয়ন দিয়ে সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছে।
সকলের সহযোগিতায় আমি নির্বাচিত হয়ে অসহায় মানুষের পাশে থেকে দূর্নীতি মুক্ত সমাজ গড়বো। বোড়াবাড়ী ইউনিয়ন পরিষদকে ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাবো। সকল মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ব্যপক ভুমিকা রাখবো। আগামী ৫ জানুয়ারী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট চান এবং এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বিপি/কেজে