Home Uncategorized ডোমারে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

ডোমারে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জেলা পরিষদের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও চাউল বিতরণ করা হয়েছে।

২০২১/২০২২ অর্থবছরের “জেলা পরিষদ উন্নয়ন সহায়তা” খাতের অর্থের কোভিট-১৯ মোকাবেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও চাউল বিতরণ করা হয়।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ডোমার ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসাবে ত্রাণ সামগ্রী সামগ্রী বিতরণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, উচ্চমান সহকারী আব্দুল হাই প্রমূখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন > খালেদার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছেন ২০দলীয় জোটের ৫ নেতা

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন জানান, মানীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসাবে করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় এর আগে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় হাজারো মানুষের মাঝে একাধীকবার চাউল, তেল, সাবানসহ অন্যান্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ চিলাহাটি, ডিমলাসহ জেলার বিভিন্ন উপজেলায় ২ হাজার ৬৩ জন অসহায় মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ১০ কেজি করে চাউল বিতরণ করা হবে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী