Home বাংলাদেশরংপুর ডোমারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

ডোমারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন আয়োজিত সোমবার (৩জানুয়ারি) দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেখলেছুর রহমান, বিপিএম,পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোক্তারুজ্জামান,সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কোন কেন্দ্রে প্রার্থীগণ মাস্তানী বা অনিয়ম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসনের সর্বচ্চ শক্তিদিয়ে দমন করে আইনী ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপজেলার ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৪৭জন সাধারণ সদস্য ও ১৩০জন সংরক্ষিত মহিলা সদস্য উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী