Home অন্যান্য ডিফেন্স পরিচয়ে শিক্ষকের বাড়ি থেকে টাকা-স্বর্ণ লুট

ডিফেন্স পরিচয়ে শিক্ষকের বাড়ি থেকে টাকা-স্বর্ণ লুট

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে জানুয়ারি বৃহস্পতিবার রাতে ডিফেন্সের লোক পরিচয়ে তল্লাশীর নামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক এবং সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাকাতরা বাসা থেকে ৮৫ হাজার নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার সন্ধার পর উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিক্ষক মোঃ আবুল কাশেম জানান, বৃহস্পতিবা সন্ধার পর ছয় জন ডিফেন্সের লোক পরিচয় দিয়ে মাদক থাকার কথা বলে আমার বাসায় প্রবেশ করে। এসময় বাসা তল্লাশির নামে আমার স্ত্রীসহ বাসার সবাইকে বেঁধে ফেলে এবং অস্ত্রের ভয় দেখায়। পরে তারা বাসা থেকে প্রায় ৮৫ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনা আমরা মৌখিক ভাবে শুনেছি, তবে এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী