Home আন্তর্জাতিক ইথিওপিয়ায় বিমান হামলা, নিহত ৫৬

ইথিওপিয়ায় বিমান হামলা, নিহত ৫৬

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ইথিওপিয়ার তাইগ্রেতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের একটি আশ্রয় শিবিরে বিমান হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। খবর দ্য গার্ডিয়ানের। যমুনা টিভি।

শনিবার (৮ জানুয়ারি) প্রত্যক্ষদর্শী দুজন এইড কর্মী হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, তাইগ্রের উত্তরপশ্চিমে ইরিত্রিয়া সীমান্ত সংলগ্ন দেদেবিত শহরের এক শরণার্থী শিবিরে এ বিমান হামলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই এইড কর্মী বলেন, কর্তৃপক্ষ বিমান হামলায় নিহতের তথ্য নিশ্চিত করেছে। হাসপাতালে শিশুসহ অন্যান্য আহতদের চিকিৎসা নেয়ার ছবি গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে।
এদিকে, বিমান হামলার সাথে সরকারের সংশ্লিষ্টতা আছে কি না সে সম্পর্কে জানতে ইথিওপিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেতনেত আদানে এবং সরকারের মুখপাত্র লিগেসে তুলুর সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে, তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে গত ১৪ মাসের সংঘাতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ অস্বীকার করেছে ইথিওপিয়ার সরকার।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী