Home সাহিত্য কবিতা: মুসলিমুর রহমান

কবিতা: মুসলিমুর রহমান

by Dhaka Office
A+A-
Reset

আমি শুধু ভাল

— মুসলিমুর রহমান

পা চাটার দল দালাল সবাই
আমি শুধু খাটি
তাইতো আমার হাতে সদা
তেল মালিশের বাটি।
আমি করি জুম দালালি
টের পাইনা নিজে
কার কতটুক দোষ ত্রুটি
বেড়াই আমি খুজে।
পরের পাদে গন্ধ বেশী
আমার পাদে নাই
এভাবে আর চলব কত
ওরে বউয়ের ভাই।
বয়সতো আর কম হোলনা
এবার থামা হোক
আমার আকাম কুকাম থেকে
বাচুক পাড়ার লোক।
পরচর্চা গুজব নিন্দা
করাই আমার কাজ
ভিতরে শয়তানি সুরত
বাইরে সাধুর সাজ।
এভাবে আর যায় কতদিন
দেখরে ভেবে মন
হেলায় খেলায় বাড়ছে বেলা
ডাকছে বিদায় ক্ষন।
সহজে কি সই হবা মন
বলছে লালন সাই
তার পরে আর মহান বানী
আরতো কিছু নাই।

#

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী