Home অন্যান্য লক্ষ্মীপুরের ছেলে শান্ত আহম্মেদ এর (বিচিত্র নয়নতারা)

লক্ষ্মীপুরের ছেলে শান্ত আহম্মেদ এর (বিচিত্র নয়নতারা)

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: সমসাময়িক লেখক দের মধ্যে শান্ত আহম্মেদ তরুণ তরুণীদের মধ্যে জনপ্রিয় একজন হয়ে উঠছেন দিন দিন। ২০২০ এর বই মেলায় শান্ত আহম্মেদ এর প্রথম বই “একটি রক্ত পলাশ বৃক্ষ” তুমুল জনপ্রিয় হয়ে উঠে পাঠক সমাজে। এরপর তার প্রকাশিত বই এর নাম “ললাটলিপি”। তার নতুন বই “বিচিত্র নয়নতারা” প্রকাশিত হচ্ছে ঘাসফুল প্রকাশনী থেকে। অমর একুশে গ্রন্থ মেলা ২০২২ এ ঘাসফুল এর স্টল নং ৫৪৮। নতুন বই প্রকাশিত সম্পর্কে শান্ত আহম্মেদ জানান, “২০২০ ও ২০২১ পরপর দুইটি গল্পগ্রন্থের পর এ প্রথম কবিতার বই করছি। আমি আমার কবিতা নিয়ে আশাবাদী। কবিতায় পাঠক নিজেকে খুঁজে পাবেন এবং অবশ্যই বিষ্ময় হয়ে বলে উঠবেন, আরে এটা তো আমার কথাই। তবে অধিকাংশ মানুষ কবিতা কেবল মুখে আওড়ে যান এখনেই থেকে যায় দূঃখ।” (বিচিত্র নয়নতারা বইটি পাওয়া যাবে ঘাসফুল প্রকাশনীর ৫৪৮ নং স্টলে)

শান্ত আহম্মেদ কবিতায় মূলত দূঃখ লিখেন। তার ধারণা বাংলা ভাষায়তেই এতো যত্ন করে দূঃখ লেখা সম্ভব। অন্য কোন ভাষায় সম্ভব না কিংবা সম্ভব হলেও তিনি তা স্বীকার করতে রাজি নন। শান্ত আহম্মেদ এর জন্ম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর-আলেকজান্ডার গ্রামে। গ্রামেই তার বেড়ে উঠা। শান্ত আহম্মেদ এর বাবা মুহাম্মদ কামাল উদ্দীন ছিলেন আলেকজান্ডার মডেল সরকারি প্রথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক, রামগতি-কমলনগর উপজেলার শিক্ষাক সমিতির সভাপতি এবং লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক(১৯৯৫)। তার মা সেলিনা কামাল একজন গৃহিণী। শান্ত আহম্মেদ রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি) সাহিত্য প্রকাশনা সম্পাদক এবং আলেকজান্ডার শিশু মেলা একাডেমি তে আবৃত্তি প্রশিক্ষক হিসেবে আছেন। এছাড়াও তিনি নিজ উপজেলায় শিক্ষার্থীদের বই পড়া নিয়ে আগ্রহী করে তোলা, সামাজিক সচেতনতা, বিতর্ক এবং শিক্ষা ভিত্তিক বিভিন্ন আয়োজন করে থাকেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী