Home অন্যান্য লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের মানববন্ধন

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের মানববন্ধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করন সহ ৮ দফা দাবিতে জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট মানব বন্ধন করেছে।

বুধবার সকাল ১১ ঘটিকা সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয় করন ও ৮ দফা দাবিতে সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানব বন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। মানব বন্ধনে সভাপতিত্ত করেন সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের সভাপতি মাওলানা আঃ রহিম। বক্তব্য রাখেন শিক্ষক ঐক্য জোটের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ছাইফ উল্লা হেলাল। মাওলানা মোঃ আব্দুর রব,মাওলানা মাকছুদুর রহমান, মাওলানা মোতালেব, ইসমাইল,মাওলানা হারুনুর রশীদ, আঃ করিম, ফখরুদ্দিন, হাবিবুর রহমান জসিম, মাওলানা আবুল কালাম, হাফেজ দেলোয়ার, নিজাম উদ্দিন, আঃ রহমান, গিয়াস উদ্দিন, প্রমুখ।

স্মারক লিপিতে তাদের দাবি সমুহ ছিল
১. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ জাতীয়করন। ২.সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা ২০১৮ বাস্তবায়ন করন।

৩.সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ডাটাবেজ চুড়ান্ত করন।

৪.সতন্ত্র মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করন।

৫.রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করন।

৬.প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করন।

৭.প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ০১ জন অফিস সহায়কের পদ সৃষ্টি করন।

৮.সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি করন।
বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী