Home অন্যান্য চাটখিলে জাহাঙ্গীর আলমের খাদ্য ও ইফতার সামগ্রী পেল ১০হাজার পরিবার

চাটখিলে জাহাঙ্গীর আলমের খাদ্য ও ইফতার সামগ্রী পেল ১০হাজার পরিবার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় দশ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন জাহাঙ্গীর আলম।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম রহমত উল্যা ও আজিজা ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

তিনি সকালে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে বিকেলে চাটখিল উপজেলা পরিষদ মাঠে শেষ করেন। চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং চাটখিল পৌরসভার উপজেলা পরিষদ মাঠে এবং সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, চাটখিল উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আহসান হাবীব সমির, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান তরুন, বদলকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলাইমান শেখ, পরকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার আলম মুন্সি, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমূখ।

খাদ্য সামগ্রী বিতরণকালে জাহাঙ্গীর আলম বলেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা পরবর্তী এ রমজান মাসে গরীর অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে গরীব অসহায় মানুষের পাশে দাাঁড়ানোর আহ্বান জানান।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী