গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার দরিদ্র, অসহায়, অসুস্থ, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এবং সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন শাহের সঞ্চালনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু। শেষে ৭৭ জনকে মোট ২ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
বিপি/কেজে