হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারিভাবে খাদ্য গুদামে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) এলএসডি গোডাউনে বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জহুরুল হক, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক ও ভজনপুর খাদ্য গুদাম কর্মকর্তা আনিছুর রহমান, খাদ্য পরিদর্শক রুবেল আলম, জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, মিল মালিক সমিতি সভাপতি মোকলেছুর রহমান, জবেদা অটো রাইস মিল মালিক শফিকুল ইসলাম, সাইদুর রহমান বাবলু, আবুল কালাম আজাত ডাবলু সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
চলতি মৌসুমে বোরো ধান চাল সংগ্রহে তেঁতুলিয়ায় উপজেলায় ৬৮৯ টন ধান এবং ৭৬২ টন চাল সংগ্রহ করা হবে। ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা ধরে সিদ্ধ চাল নেয়া হবে বলে জানানো হয়।
বিপি/কেজে