দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে দানারহাট ঈদগাঁ মাঠে যুবদল ও ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এ আদেশ দেন। রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে।
উপজেলা প্রশাসন জানায়, দানার হাট ঈদগাঁ মাঠে জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা আজ সোমবার। কিন্তু একই স্থানে এবং একই সময়ে বেগুনবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাই সোমবার সকাল থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি হয়তো আরও অবনতি হতে পারত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
বিপি/কেজে