রমজান আলী টুটুল,( সৈয়দপুর )নীলফামারী প্রতিনিধি :সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)বন্ধ করলেন সরকারি জমির অবৈধ নির্মাণ কাজ।১১জুন শনিবার বিকেল চার টায় কলিম মোড় এলাকায় সরকারি জমিতে অবৈধ বহুতল ভবনের নিমা’ণ কাজ বন্ধ ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার নিদে’ষ দেন নিবা’হী ম্যাজিস্ট্রেট।
সুত্রে জানা যায় কয়া মৌজার জেএল নং৭,এসএ খতিয়ান নং ৩৪৭৬ এবং দাগ নং ৭৪৮৮ -৫৬ শতক টাটিয়া প্রেসের নামে এসএ প্রচারিত আছে।টাটিয়া প্রেস বিলুপ্ত হওয়ার পরে উল্লেখিত দাগটি আর এস ৩২৭১৫ দাগে রুপান্তরিত হয়ে ১/১ নং খতিয়ানে ০.৩৯৮১ একর এবং আর এস ৩২৭১৪দাগে ৪নং খতিয়ানে ০.১৬২৫ একর সরকারের পক্ষে জেলা প্রশাসক ও পৌর চেয়াম্যানের নামে আরএস রেকর্ড প্রকাশিত হয়। উল্লেখিত জমিতে উর্দু ভাষী হাফেজ হোসেইন ও আব্দুল মজিদ বাংলাদেশের আইনকে বৃদ্ধাৃঞ্জুল দেখিয়ে বীর দর্প নিমা’ন কাজ করছে ও বসবাস করছে।
পৌর ভূমি কমকর্তা আমিন হোসেন নিমা’ন কাজ বন্ধ করতে বলেন কিছুদিন আগে।জনৈক কাউন্সিলর এর সহায়তায় তারা নিমা’ন কাজ অব্যাহত রাখেন। ঐ দিন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নিবা’হী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান উপস্থিত হয়ে উল্লেখিত আদেশ প্রদান করেন।পরে তহসিলদার আমিন বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বিপি/কেজে