Home বাংলাদেশরংপুর তিস্তার পানি বিপৎসীমার উপরে, বন্যার আশঙ্কা

তিস্তার পানি বিপৎসীমার উপরে, বন্যার আশঙ্কা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কে রাত কাটছে বানভাসির।

তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম সূত্র জানায়, আজ সকাল ৬ টায় তিস্তার পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এতে লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে!

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাফাউদৌল্লা জানান, তিস্তার পানি কখনো কমছে আবার কখনো বা বাড়ছে। পানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সবগুলো গেট খোলা রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, এরই মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উজানের ঢল ও টানা বৃষ্টিপাতে তিস্তা ও ধরলা নদীর পাশাপাশি জেলার অন্য নদ-নদীর পানিও বেড়েছে।

জেলা প্রশাসক আবু জাফর জানান, বন্যাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিস্তার তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করায় আতঙ্কে রাত কাটাচ্ছেন বানভাসিরা।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী