Home বাংলাদেশরংপুর ডোমারে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডোমারে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি উপকরন বিক্রেতা গণের জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৯ জুন রবিবার সকাল ১০ টায় উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বকুল ইসলাম, জানো প্রকল্পের কেয়ার বাংলাদেশ প্রতিনিধি নীহার কুমার প্রামানিক (টি ও এন এস এ) এছাড়াও উক্ত প্রশিক্ষণ উপস্থিত ছিলেন জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ শরিফ আহম্মেদ শাহ্, ফিল্ড অফিসার রুখসানা বেগম।

উল্লেখ জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ই এস ডি ও) রংপুর ও নীলফামারীর ৭ টি উপজেলায় একযোগে পুষ্টির উন্নয়নে সরকারের কাজকে সহায়তা করে আসছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী