দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রুহিয়া থানা আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
এরপর দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের জন্ম ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে দলীয় ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
রুহিয়া থানা আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,উপ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,অনিল কুমার সেন,অখিল চন্দ্র রায়,সাবেক চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরু, যুবলীগ নেতা মো: শাহজালাল,মোস্তাফিজুর রহমান মোস্তফা,ছাত্রনেতা মো: রাব্বি প্রমুখ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,জাতীয় ৪ নেতা,১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের নিহত এবং ১৯৪৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আওয়ামীলীগের নিহত নেতৃস্থানীয় নেতাকর্মীদের আত্বার মাফফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিপি/কেজে