হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রবিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ মৎস্য খামারিদের নিয়ে আলোচনা
এবং উপজেলা পরিষদ চত্তর হতে ২য় দিনে একটি বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ৩য় দিনে চৌরাস্তা বাজারে মৎস্য খামারিদের ট্রেনিং আয়োজন করে তেঁতুলিয়া উপজেলা মৎস্য অফিস ।
র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুুদুর রহমান ডাবলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, খামারি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ।
বিপি> আর এল