Home বাংলাদেশরংপুর জলঢাকায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

জলঢাকায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় পজেটিভ বাংলাদেশ (স্বেচ্ছায় সমন্বিত সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান) এর সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বুধবার (২৪আগস্ট) বিকালে জলঢাকা উপজেলার গড় ধর্মপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারী শিক্ষা অফিসার একেএম আনোয়ারুল কবির এর সভাপতিত্বে পজেটিভ বাংলাদেশ এর জেলা প্রতিনিধি অহেদুজ্জামান চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসাবে সহকারী শিক্ষা অফিসার একেএম আনোয়ারুল কবির, জেলা পিটিআই
ইন্সট্রাক্টর জগদীশ চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অর্চনা রানী মন্ডল, গড় ধর্মপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শাধসঢ়;রফ হোসেন, শিক্ষক বিকাশ চন্দ্র রায়, মফিদুল ইসলাম, পজেটিভ বাংলাদেশ এর জেলা প্রতিনিধি শাহনুর ইসলাম শাকিল প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে এলাকার ৫টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে মূল্যায়নের
ভিত্তিতে শিক্ষাউপকরণ ও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের এককালীন নগদ অর্থ প্রদান করেন অতিথিগণ। এর আগেও পজেটিভ বাংলাদেশ এর উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মাদ্রাসা ও এতিম খানার শিশুদের খাদ্য সহায়তাসহ মেধাবী শিক্ষাথীদের শিক্ষা উপকরণ, নগদ অর্থ সহায়তা প্রদান করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। তাদের এ ধরনের উদ্যেগকে সাধুবাদ জানান এলাকার সচেতন মহল।

বিপি<> আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী