Home বাংলাদেশরংপুর রুহিয়ায় সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

রুহিয়ায় সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দুলাল হক ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার সালেহিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের (৪নং আসন) সদস্য মোছাঃ হুসনেয়ারা হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবরস্থান প্রাচীর নির্মান কমিটির সভাপতি আমিনুল হক, রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক দুলাল হক সহ মাদ্রাসার ছাত্ররা। উলেখ্য, রুহিয়া ছালেহিয়া মাদ্রাসা সংলগ্ন গোরস্থান, বটতলী ঈদগাহ গোরস্থান এবং দোমরকি পুকুরপাড় গোরস্থানের মোট জমির পরিমান ১৭ একর। রুহিয়া-আটোয়ারী পাকা রাস্তাটি গোরস্থাটিকে দু-ভাগে বিভক্ত করেছে। গোরস্থানটির কত বছর আগের তা কারো জানা নেই। গোরস্থানে অসংখ্য রাজনৈতিক নেতা সহ অলিআউলিয়া, গাউস কুত্বব, এর সমাধি রয়েছে।

কবরস্থান প্রাচীর নির্মান কমিটির সভাপতি মোঃ আমিনুল হক জানান, মোছাঃ হুসনেয়ারা হক ২০১৬ সালে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে গত ৫ বছরে গোরস্থাটির উন্নয়নের জন্য ১৪ লক্ষ টাকা এবং চলতি বছরে ৩ লক্ষ টাকা বরাদ্দ দেন। বর্তমানে ৩ লক্ষ টাকার কাজ চলমান রয়েছে। আজ দোমরকী পুকুরপাড় কবরস্থানের সীমানা প্রাচীরের কাজ শুভ- উদ্বোধন করা হয়েছে। আগামী ২০ দিনের মধ্যে কাজ শেষ হবে। ১৭ একর গোসস্থানে ১৭টি স্ট্রাট লাইট (সোলার বাতি) বরাদ্দের জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন যথা যথ কর্তৃপক্ষের কাছে। সদস্য হুসনেয়ারা হক জানান আগামী ১৭ অক্টোবর আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আমি জয়যুক্ত হলে গোরস্থানের বাকিকাজ শেষ করা হবে

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী