আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা জানো প্রকল্পের উদ্যোগে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান রাশেদ, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মঈন উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমান।
অনুষ্ঠানে জানো প্রকল্পের সহায়তায় জাতীয় পুষ্টি পরিষদে যে ওয়েব পোর্টালটি তৈরী করে দেয়া হয়েছে। সেটি অগ্রগতি সর্ম্পকে আলোচনা হয় ২০২১-২০২২ এর নীলফামারী জেলার বার্ষিক পুষ্টি পরিকল্পনায় ওয়েব পোর্টালটি যুক্ত করা হয়েছে বলে সভায় বিষয়টি অবহিত করেন প্রকল্পের আইসিটি কনসালটেন্ট হাসিনুর রহমান। উল্লেখ্য- জানো প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্টিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় জাতীয় পর্যায়ের বে-সরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি ২০১৮ সালের ১সেপ্টেম্বর হতে রংপুর জেলার তারাগঞ্জ, কাউনিয়া, গংঙ্গাচড়া এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ, নীলফামারী সদর, জলঢাকা ও ডোমার উপজেলায় একযোগে প্রকল্পটি সরকারের সমম্বিত পুষ্টি কার্যক্রমকে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।
বিপি/কেজে