হাফিজুর রহমান হাবিব , তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি: সারা দেশের ন্যায় ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ দফা বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি পালন করেছে তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্য্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়।
১২ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২২ এ কর্মবিরতি চলবে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনসহ কার্য্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত কর্ম বিতবিরতি-তে দূর্যোগ ব্যবস্থাপনা আইন- ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা(ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শুন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণের দাবী জানানো হয়। অন্যথায় আগামীতে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি পালনের ঘোষনা দেয়া হয়।
বিপি/কেজে