Home রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য দরকার : মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য দরকার : মির্জা ফখরুল ইসলাম

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস, ঢাকা: বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একটি জাতীয় ঐক্য দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, শহীদ জিয়াকে হত্যার পর দীর্ঘ ৯ বছর দেশে স্বৈরাশাসন চলেছে। সেই স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের পতাকা উঁচু করে গোটা জাতিকে জাগিয়ে তুলেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজকের অবৈধ, অনির্বাচিত ও অগণতন্ত্রিক সরকার সেই নেত্রী কারাগারে রেখেছে। সমগ্র দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। দেশের লক্ষ লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা জুড়ে দেয়া হয়েছে। দেশনেত্রী ও তারেক রহমান থেকে শুরু করে আমাদের এমন একটি নেতা বা কর্মী নেই যার নামে মামলা দেয়া হয়নি।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। একই সঙ্গে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করতে হবে। এর জন্য একটি জাতীয় ঐক্য অবশ্যই দরকার। এই দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে যে নির্বাচন দরকার তা অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীন, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে হতে হবে। নির্বাচনের আগে পার্লামেন্ট ভেঙে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী