দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:মুক্তিযুদ্ধ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়ার কৃতিসন্তান সুদের চন্দ্র বর্মন। তিনি রুহিয়া কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গত ১৭ সেপ্টেম্বর শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়। শেরে বাংলা এ কে ফজলুল হক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুদের চন্দ্র বর্মনকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
উক্ত গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিচারপতি এম ফারুক চেয়ারম্যান।
সুদের চন্দ্র বর্মন বলেন, আমাকে শেরে বাংলা গোল্ডেন আ্যওয়ার্ড-২০২২ এর জন্য নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার জন্য সুপরিচিতি।
বিপি>আর এল