Home বাংলাদেশরংপুর ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানা পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত

ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানা পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ ও উৎসবমূখর পরিবেশে শারদীয় দূর্গা পুজা উদযাপনের লক্ষে শুক্রবার বিকালে ডোমার থানা চত্ত¡রে বিশেষ ব্রিফিং প্যারেড আয়োজন করেন ডোমার থানা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী’র সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপ্স) মোঃ সাইফুল ইসলাম। এসআই লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোঃ মশিউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কল্পনা রানী দাস, এসআই ঠাকুর দাস রায়, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রুবেল ইসলাম, প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্য বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পুজা সম্পূর্ণ করতে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্ডপে সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা জোরদারের উপর গুরুত্বারব করেন। পুলিশের পাশাপাশী মোতায়েন থাকবে আনসার, ভিডিপি ও সাদা পোষাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। উপজেলায় ১শত ২টি পুজা মন্ডপে প্রায় ৫ শতাধীক আনসারসহ পুলিশ বাহিনী সাথে থাকবে। অনুষ্ঠানে অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী’র সহায়তার প্রতিটি মন্ডপে সিসিটিভি স্থাপনের বিষয়টি প্রশংসার দাবীদার বলে মনে করেন সনাতন ধর্মীয় নেতারা।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী