299
মানুষ
মানুষ
— ফেরদৌসী রুবী
আমরা মানুষ, আসলেই আমরা অনেক বোকা
নিজেরাই নিজেদের দিচ্ছি শুধু ধোঁকা
অর্থ উপার্জনের জন্য হারাচ্ছি নিজের স্বাস্থ্য
আবার সেই স্বাস্থ্য ফিরে পেতেই করছি ব্যয় অর্থ।
আগামী দিনের চিন্তা করে করছি কত শত ভুল
সময় পেরিয়ে একাকী দিতে হবে সেই ভুলের মাশুল
অহংকার আর দাম্ভিকতায় ভরা থাকে যে সব মন
করেই চলে অন্যায় অত্যাচার সুযোগ পায় তারা যখন।
এমন ভাবে চলে মানুষ যেন কোনদিন মরবে না
সেই মানুষই বলে একদিন, আর বেশি দিন বাঁচবো না
বাপ দাদাদের চৌদ্দ পুরুষ কত এলো আর গেলো
হিসেব করে দেখো সবাই দুনিয়ায় আমরা এলোমেলো।
ফেরদৌসী রুবী: কথাসাহিত্যিক ও নারী উদ্যোক্তা
বিপি।এসএম