রাজশাহীতে কিশোরীকে উত্ত্যক্তের জেরে বখাটেদের হামলায় যুবক নিহত
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: কিশোরীকে উত্ত্যক্তরীদের শাস্তি দেয়ায় রাজশাহীর বাগমারায় প্রতিপক্ষের হামলায় সাজেদুর রহমান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
নিহত সাজেদুর রহমান বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের বিলবাড়ি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। এর আগে গত ৯ অক্টোবর উপজেলার রাঘোপাড়ায় হামলার শিকার হন সাজেদুর রহমান। এরপর থেকেই রামেক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
পুলিশ বলছে, গত (৬ অক্টোবর) একই ইউনিয়নের বারইপাড়ায় বউভাতের অনুষ্ঠানে বখাটে কিশোরদের উত্ত্যক্তের শিকার হয় এক কিশোরী। ওই সময় উত্ত্যক্তকারী দুই কিশোরকে ধরে শাস্তি দেন সাজেদুর রহমান, আকাশ হোসেনসহ কয়েকজন। এতেই ক্ষিপ্ত হয়ে বখাটের দল (৯ অক্টোবর) বাইগাছা এলাকায় আকাশ হোসেনের ওপর হামলা চালায়। এই ঘটনার জেরে উপজেলার রাঘোপাড়ায় বারইপাড়া ও বিলবাড়ি গ্রামের তরুণ-যুবকদের সংঘর্ষ হয়। এতে আহত হন সাজেদুর রহমানসহ অন্তত ১০ জন।
বুধবার (১২ অক্টোবর) সকালে বাগমারা থানার ওসি রবিউল ইসলাম জানান, শরীরে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন সাজেদুর। মঙ্গলবার রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। এ ঘটনায় পরিবার পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিপি/কেজে