Home রাজনীতি ওবায়দুল কাদেরের পদত্যাগ করা উচিত : মির্জা ফখরুল

ওবায়দুল কাদেরের পদত্যাগ করা উচিত : মির্জা ফখরুল

A+A-
Reset

বাংলাপ্রেস, ঢাকা: উত্তরা থেকে গাজীপুর বিআরটি প্রজেক্ট নাকি সরকারের গলার কাঁটা-এমন বক্তব্য দেয়ার আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ও বর্তমান প্রেক্ষাপট’ নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এটা একটি ব্লু প্রিন্ট। গণতন্ত্র ধ্বংসের জন্য আওয়ামী লীগ এককভাবে দায়ী।

তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে। তাদের দুঃশাসন সব কিছুকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে। আমার উত্তরা থেকে ঢাকায় আসতে আড়াই ঘণ্টা লাগে। বিআরটি প্রজেক্ট নাকি সরকারের গলার কাঁটা। ওবায়দুল কাদের এমন বক্তব্য দেয়ার আগে পদত্যাগ করা উচিত।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী