দুইস্লিপ: একেই বলে ‘হুজুগে বাঙালি’

বাংলাপ্রেস ডেস্ক
২৭ অক্টোবর, ২০২২

ছাবেদ সাথী: ২০২০ সালে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী এবং ভারতীয় (মাতৃসূত্রে)-জামাইকান বংশোদ্ভূত আমেরিকান কমলা দেবী হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ভারতীয়দের চেয়ে বাংলাদেশিরাই বেশি লাফালাফি করেছিলো?  হুজুগে বাঙালিরা কীসের আশায়/লোভে এতো লাফালাফি করলো কিছু বুঝিনি। আবার নতুন করে লাফালাফি শুরু হয়েছে সদ্য নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাককে নিয়ে। ভারতীয়দের চেয়ে বাংলাদেশিরাই বেশি লাফালাফি করছে এই ভেবে যে তিনি একজন ভারতীয়? সুনাক আসলে ভারতীয় নাগরিক নন-
ঋষি সুনাকের জন্ম ১২ মে ১৯৮০ সাল সাউদ্যাম্পটন, হ্যাম্পশায়ার, ব্রিটেন। তাঁর বাবা যশবীর সুনাকের জন্ম কেনিয়ায়, মা ঊষা সুনাকের জন্ম তানজানিয়ায়, তাহলে তিনি কীভাবে ভারতীয়? তাঁর দাদা দাদী কি ভারতে জন্মগ্রহণ করেছে? তাদের জন্ম তো ব্রিটিশ আমলের পাঞ্জাব প্রদেশে। পাঞ্জাব প্রদেশতো এখন পাকিস্থানের অংশ, ভারতের নয়! একেই বলে ‘হুজুগে বাঙালি’।

বিপি।এসএম